
ঢাকা, ২৯ মে: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ১১টা থেকে) ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে ঝড়ো হাওয়া ও ভূমিধসের ঝুঁকি থাকছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, এই নিম্নচাপের কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় ভারী (৪৪-৮৮ মি.মি.) এবং কোথাও কোথাও অতিভারী (>৮৮ মি.মি.) বৃষ্টিপাত হতে পারে।
চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজারের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা রয়েছে। ঢাকাসহ চট্টগ্রাম মহানগরীতেও অস্থায়ী জলাবদ্ধতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিকে, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। নদীবন্দরের জন্য আলাদাভাবে সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যান্য অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, “উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা না থাকলেও, এর প্রভাবে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।”
তিনি আরও বলেন, “সামাজিক মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে। জনগণকে আবহাওয়া অধিদফতরের তথ্য ছাড়া অন্য কোনো খবরে প্রভাবিত না হওয়ার অনুরোধ করছি।”
আবহাওয়াবিদদের মতে, পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে, তাই জনসাধারণকে যথাযথ সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।