
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসের সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৪টার দিকে এই অনুষ্ঠানে অংশ নিতে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দেন। সাড়ে ৪টার কিছু আগে অনুষ্ঠানস্থলে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী।
সেখানে তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন অভ্যর্থনা জানান। এরপর অনুষ্ঠানস্থলে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে বিএনপি চেয়ারপার্সন উপভোগ করেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান।
গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে করে তাকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। এ সময় তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি। হাত তুলে তিনি সশস্ত্র বাহিনীর অবিভাধনের জবাব দেন।