সহ-সভাপতির গ্রেফতারে প্রতিবাদ, অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা বাজুসের

ঢাকা, ২৮ মে — বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানের গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ থেকে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সকল জুয়েলারি দোকান বন্ধ থাকবে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সহ-সভাপতির বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং তার প্রতি অবিচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে মো. রিপনুল হাসানের গ্রেফতারকে গভীর উদ্বেগজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তারা দাবি করেন, এই গ্রেফতার উদ্দেশ্যপ্রণোদিত এবং জুয়েলারি খাতকে হুমকির মুখে ফেলতে পারে।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বাজুসের এই সিদ্ধান্তে দেশের স্বর্ণ শিল্পে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *