
অনলাইন ডেস্ক
২০১৮ সালের একটি বহুল আলোচিত ঘটনার জেরে আবারও সমালোচনার মুখে পড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ তানজিয়া জামান মিথিলা। সম্প্রতি পুরোনো এ ঘটনার ভিডিও ও তথ্য নতুন করে ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা দেখা দিয়েছে।
সামাজিক মাধ্যমে প্রচারিত অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে মিথিলা তার কয়েকজন বন্ধুসহ—যাদের মধ্যে সামিরা নামে এক বন্ধুও ছিলেন—একজন পুরুষের অনুমতি ছাড়াই একটি পুরুষদের ওয়াশরুমে প্রবেশ করেন। অভিযোগ আরও বলা হয়, তারা সেখানে একজন পুরুষকে বিবস্ত্র ও অরক্ষিত অবস্থায় ভিডিও করে অনলাইনে প্রকাশ করেন। বিষয়টি তখনই ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা লঙ্ঘনের ঘটনা হিসেবে ব্যাপক সমালোচিত হয়।
মানবাধিকারকর্মী ও নেটিজেনদের মতে, এ ধরনের ভিডিও ধারণ ও প্রকাশ যেকোনো ব্যক্তির মৌলিক গোপনীয়তার চরম লঙ্ঘন। অনেকে মন্তব্য করেছেন, লিঙ্গ পরিবর্তন করলে ঘটনাটির ভয়াবহতা আরও স্পষ্টভাবে বোঝা যায়, তাই এমন আচরণের ক্ষেত্রে কোনো ডাবল স্ট্যান্ডার্ড চলতে পারে না।
আইন বিশেষজ্ঞদের মতে, অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত অবস্থার ভিডিও ধারণ ও প্রকাশ তথ্যপ্রযুক্তি আইন এবং ফৌজদারি আইনের বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধের আওতায় পড়ে।
তবে এ ঘটনার বিষয়ে মিথিলার সাম্প্রতিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। অনেকেই ঘটনার সঠিক তদন্ত ও উপযুক্ত জবাবদিহির দাবি জানিয়েছেন।
#tanjilajamanmithila #tanjila #MissUniverse2025 #MissUniverse