
রাজধানীতে নাশকতা ও সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে যানবাহনে আগুন দেওয়া ও ককটেল নিক্ষেপকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার। তিনি বলেন, জননিরাপত্তা ঝুঁকিতে ফেললে ও প্রাণনাশের চেষ্টা করলে পুলিশ প্রয়োজনীয় শক্তি প্রয়োগসহ পরিস্থিতি অনুযায়ী গুলি চালাতে বাধ্য হবে।
বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ক্রাইম কনফারেন্স শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। কমিশনার বলেন, রাজধানীতে সাম্প্রতিক সময়ের ধারাবাহিক ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যাত্রী, সাধারণ মানুষ ও পুলিশের জীবন ঝুঁকিতে পড়েছে। এসব ঘটনাকে নাশকতা আখ্যা দিয়ে তিনি জানান, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার অভিযান চলছে।
তিনি আরও বলেন, “মানুষের জানমাল রক্ষায় পুলিশ কোনোভাবেই দায়িত্বে অবহেলা করবে না। যারা ইচ্ছাকৃতভাবে যানবাহনে আগুন দিচ্ছে বা বিস্ফোরক নিক্ষেপ করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আত্মরক্ষার্থে ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ গুলি চালাতে পারে।”
এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি অহিংস কর্মসূচি পালন এবং সহিংসতা উসকে না দেওয়ার আহ্বান জানান। কমিশনার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি আরও বাড়ানো হয়েছে।