জানা গেলো পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ মার্চ (শুক্রবার) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

তিনি জানান, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। সে অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রোজা ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

যদি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব সঠিক হয়, তবে প্রথম শাওয়াল তথা ঈদুল ফিতরের দিন হবে শুক্রবার, ২০ মার্চ। তবে চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আমিরাতের সরকারি চাঁদ দেখা কমিটি—নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে।

এদিকে আরব জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, রোজা ৩০ দিন হলে আমিরাতের বাসিন্দারা টানা চার দিনের ঈদের ছুটি পেতে পারেন—১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত। এরপর ২৩ মার্চ (সোমবার) থেকে অফিস কার্যক্রম পুনরায় শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *