ধর্ষক-যৌন নির্যাতনকারী যতই প্রভাবশালী হোক না কেন, শিকড় উপড়ে ফেলা হবে: ডাকসু জিএস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, ‘যে কোনো ধরনের ধর্ষণ, সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে ডাকসুর জিরো টলারেন্স। শিক্ষক, কর্মচারী, কিংবা যার মাধ্যমেই হ্যারাসমেন্টের ঘটনা ঘটুক না কেন, সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন, তার শিকড় আমরা উপড়ে ফেলব।’


শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমের ‘বিকৃত যৌনাচারের’ দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে ডাকসুর জিএস এস এম ফরহাদ এ কথা বলেন।

ফরহাদ বলেন, ‘একটি ক্রিমিনাল যখন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্রাইমে অভিযুক্ত হয় এবং প্রমাণিত হয়, তখন দুটি জায়গা থেকে তার মৌলিক শাস্তি আসা উচিত। একটি হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আরেকটি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। কিন্তু দুই জায়গাতেই আমরা যথেষ্ট গাফিলতি লক্ষ্য করেছি। শুধু গাফিলতি নয়, ইনটেনশনালি তারা বিষয়টি ইগনোর করছে।’


তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে পারত তদন্ত কমিটি হতো, রিপোর্ট প্রকাশ হতো এবং সামগ্রিকভাবে একটি অ্যাকশনে যাওয়া যেত। প্রমাণ যেমনই হোক, প্রমাণিত হওয়ার পর অ্যাকশন নেওয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল। আমরা সন্দেহ করছি সেই ফ্যাকাল্টি, সেই ডিপার্টমেন্ট কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো শিক্ষক এই ঘটনায় জড়িত কিনা, হয়তো সেই কারণেই পদক্ষেপ নেওয়া হয়নি।’

ডাকসুর জিএস আরও বলেন, ‘আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি কথা স্পষ্ট যে কোনো ধরনের ধর্ষণ বা যৌন হয়রানির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *