
আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি হতে আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে হুমকি না দিয়ে দলটিকে জনগণের রায়ের মুখোমুখি হতে হবে। বুধবার এক ভার্চুয়াল বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান আরও বলেন, আওয়ামী লীগ জানে জনগণের সমর্থন তাদের পক্ষে নেই, তাই তারা ভয় দেখিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চায়। বিএনপি জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।