‘আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নিব’ – মির্জা ফখরুল

‘আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেব’ — এমন ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমাবেশে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, “যে সব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে, আমরা ক্ষমতায় গেলে সেসব মামলা প্রত্যাহার করব। একই সঙ্গে আওয়ামী লীগের দমন-পীড়নমূলক কর্মকাণ্ডের বিচার হবে আইন অনুযায়ী।”

তিনি আরও বলেন, “দেশে আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেটিই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *