তরুণদের স্বপ্নে আগামীর বাংলাদেশ—তারুণ্যের সমাবেশে পরিকল্পনার রূপরেখা দিলেন তারেক রহমান

ঢাকা, ২৮ মে:
“দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ”—এই বক্তব্যের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের নেতৃত্বের ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “তরুণরাই পারে আগামীর বাংলাদেশ বদলে দিতে। তাদের প্রত্যাশা ও সম্ভাবনার প্রতিফলন ঘটিয়ে বিএনপি আগামীর কর্মপরিকল্পনা প্রণয়ন করছে।”

তিনি জানান, আগামী দিনের রাজনীতি হবে কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার রাজনীতি। “এটা আর কথার রাজনীতি নয়, বাস্তবায়ন এবং দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি হবে,” বলেন তিনি।

নারী ও কৃষকের জন্য বিশেষ উদ্যোগের ঘোষণা
তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীপ্রধান পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে, যা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ চালুর প্রতিশ্রুতিও দেন তিনি, যেটি হবে দলের অন্যতম প্রধান অগ্রাধিকার।

নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা
তিনি বলেন, “জনগণের বিশ্বাস যদি হারিয়ে যায়, তবে অন্তর্বর্তী সরকারও তার দায়িত্ব পালন করতে পারে না।” বর্তমান সরকারের উদ্দেশে তার আহ্বান, “যদি ক্ষমতায় থাকতে চান, তবে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন ও নির্বাচন করুন।”

তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানান।

বিশ্লেষকদের মতে, বিএনপির এই কর্মসূচি দলটির তরুণসমর্থকদের সক্রিয় করার পাশাপাশি আগামী দিনের রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। দলটির পক্ষ থেকে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে একটি সুস্পষ্ট নীতি ও রূপরেখা উপস্থাপনের এটি একটি বড় পদক্ষেপ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *