১৩৪ ঘন্টা অনশন করেও সমস্য হয়নি তারেকের, চাইলেন অনুদান

১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। গতকাল রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙেন তিনি। চিকিৎসকেদের বরাত দিয়ে অনশন ভাঙা এই নেতা জানিয়েছেন, ১৩৪ ঘন্টা অনশনের পরও তার কোনো স্বাস্থ্যগত বড় জটিলতা হয়নি।

আজ সোমবার (১০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি অনশন শেষে শারীরিক অবস্থার আপডেট জানিয়ে দলীয় কার্যক্রমে সহায়তার আহ্বান জানান। এ সময় তিনি বিকাশ ও নগদে অনুদান চেয়েছেন।

তারেক তার ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি এখন, ১৩৪ ঘণ্টা অনশনের পরেও কোনো স্বাস্থ্যগত বড় জটিলতা হয় নাই বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *