
আমজনতা দলের সভাপতি তারেক আহমেদ অবশেষে অনশন কর্মসূচি ভেঙেছেন। শনিবার বিকেলে নির্বাচন কমিশনের সচিব সালাউদ্দিনের আশ্বাসে তিনি অনশন শেষ করেন।
দলটির নিবন্ধন না পাওয়ায় গত তিন দিন ধরে কমিশন ভবনের সামনে অনশন করছিলেন তিনি। এ সময় তিনি দাবি করেন, তার দল সব শর্ত পূরণ করলেও অযৌক্তিক কারণে নিবন্ধন দেওয়া হয়নি।
ইসি সচিব সালাউদ্দিন জানান, আমজনতা দলের আবেদন পুনর্বিবেচনার বিষয়ে কমিশন গুরুত্ব দেবে। তাঁর আশ্বাসের পরই তারেক আহমেদ অনশন ভাঙেন।
অনশন চলাকালে কয়েক দফা অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দলের নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে ঘিরে অনশন ভাঙার সময় স্লোগান দেন এবং ভবিষ্যতে ন্যায্য সিদ্ধান্তের প্রত্যাশা ব্যক্ত করেন।