
হাইকোর্ট থেকে পাঁচ মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আইভীর বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের হওয়া পাঁচটি মামলার মধ্যে রয়েছে একটি হত্যা মামলা, দুটি রাজনৈতিক সহিংসতার অভিযোগ এবং অন্যান্য দুটি প্রশাসনিক বাধাদানের অভিযোগ।
এর আগে গত মে মাসে আইভীকে নরায়ণগঞ্জের চুনকা কুটির এলাকায় নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আইভীর আইনজীবীরা বলেন, এসব মামলায় কোনো সরাসরি প্রমাণ নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাগুলো করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানায়, তারা জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে।
জামিনের ফলে আপাতত আইভীর মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।