দলের নিবন্ধন চেয়ে অনশনরত তারেক গুরুতর অসুস্থ, আজ যাবেন ইশরাক

আমজনতার দলের সাধারণ সম্পাদক ও তরুণ নেতা তারেক রহমান বর্তমানে গুরুতর অসুস্থ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান দীর্ঘ দিন ধরে দলের নিবন্ধনের দাবিতে আমরণ অনশন চালাচ্ছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে বলেন, তারেক রহমান শুধু আমাদের দলের সাধারণ সম্পাদক নন, তিনি জনগণের ভোটের অধিকার, রাজনৈতিক ন্যায্যতা ও রাষ্ট্রে সমতার প্রতীক। আজ তিনি জীবন বাজি রেখে লড়ছেন, কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার।

বিবৃতিতে আরও বলা হয়, তারেক রহমান কেবল দলের নেতা নন, তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক সংগ্রামী তরুণ নেতার প্রতীক। ২৪-এর গণঅভ্যুত্থান, ১৮-এর কোটা আন্দোলন এবং দেশের নানা সংকটময় মুহূর্তে তিনি সর্বদা জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রভাগে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *