
অনেক কালচারাল ফ্যাসিস্ট আজ বিএনপির বড় বড় বুদ্ধিজীবী বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম। আজ শুক্রবার (৭ই নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ডাকসু কর্তৃক বিপ্লব ও সংহতি দিবসে ‘জনতার নয়া রাজনীতির আকাঙ্ক্ষা: বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ডাকসু ভিপি সাদিক কায়েমে বলেন, শহীদ জিয়ার অবদান আজকের এই বাংলাদেশ। তিনি দেখিয়েছে কিভাবে গণ মানুষের জন্য কাজ করতে হয়। কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অখন্ডতার রক্ষা করতে হয়। কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে শহীদ জিয়াকে যারা দানব আকারে হাজির করেছে, শহীদ জিয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে যারা ব্যঙ্গাত্ম করেছে তাকে মিলিটারি রোলার হিসেবে সাজিয়েছে, তারাই আজকে বিএনপির বড় বড় বন্ধু সাজার চেষ্টা করছে। যারা বাংলাদেশে গুম, খুন, আয়নাঘর, শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে, সেই কালচারাল ফ্যাসিস্টরাই আজকে বিএনপির বড় বড় বুদ্ধিজীবী।