
ঢাকা, ২৮ মে — ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বুধবার (২৮ মে) এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ। আলোচনায় যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নিতে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময় চালিয়ে যাচ্ছেন, যার উদ্দেশ্য হলো একটি অংশগ্রহণমূলক গণতন্ত্রকে উৎসাহিত করা এবং উভয় দেশের মধ্যকার সহযোগিতা আরও জোরদার করা।