সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফলে অস্ত্র নিয়ে নির্বাচনী প্রচারণায় হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ নেতা মামুন হাওলাদারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৭ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন বাউফল থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নগরের হাট ও কাশিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন হাওলাদার (৩৪) নওমালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। অপর গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন (৪৫) আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক  সহ-সভাপতি। ডিবির দাবি, স্থানীয়রা মামুন হাওলাদারকে ‘চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করেন, তিনি বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ডিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের সামনে দেশীয় অস্ত্র প্রদর্শন, নির্বাচনী প্রচারণায় হামলা ও প্রতিপক্ষ দমনে মারধর, ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামুন হাওলাদারের বিরুদ্ধে বাউফল ও দশমিনা থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মোট ৮টি মামলা চলমান। শাহাবুদ্দিনের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *