
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দুপুরে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা গেছে, রাশিয়া থেকে আসা প্রায় ১৮ টন বৈদ্যুতিক যন্ত্রাংশ সেখানে সংরক্ষিত ছিল। নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় পণ্যগুলো এখনো খালাস করা হয়নি। আগুনে নয়টি চালান আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
দমকল বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।