
ঢাকা, ২৮ মে — বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার, ২৯ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ১০ জিলহজ, অর্থাৎ ৭ জুন (শুক্রবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বুধবার (২৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
সভায় জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়সমূহ, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্ধ্যার পর কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
অন্যদিকে, সৌদি আরবে মঙ্গলবার (২৭ মে) চাঁদ দেখা যাওয়ায় সেখানে বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সে অনুযায়ী, ৯ জিলহজ (৫ জুন) পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে এবং ১০ জিলহজ, অর্থাৎ ৬ জুন সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে।
বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মধ্যে ইন্দোনেশিয়ায়ও ঈদ উদযাপিত হবে ৬ জুন। তবে মালয়েশিয়া ও পাকিস্তানে বাংলাদেশের মতো ৭ জুন ঈদুল আজহা পালিত হবে।
পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ দিনে মুসলিমরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন এবং ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শকে স্মরণ করেন।