
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষকের দুটি পদ বাতিল করেছে সরকার।
রোববার (২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি সংশোধিত গেজেট জারি করেছে। এর মাধ্যমে গত আগস্টে প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত করা নতুন দুটি পদ বাতিল করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
আগস্টে জারি করা ওই বিধিমালায় চার ধরনের শিক্ষক পদের উল্লেখ ছিল— প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) এবং সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। তবে সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার এই দুটি নতুন পদ সৃষ্টিকে কেন্দ্র করে কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন আপত্তি জানায়। তাদের আপত্তির পরই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।