
রাজধানীতে এমপিওভুক্তির দাবিতে আয়োজিত শিক্ষকদের এক সমাবেশে পুলিশের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা এই সমাবেশে যোগ দেন।
চোখে পড়ার মতো ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষকরা দীর্ঘদিনের বকেয়া এমপিওভুক্তির দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তবে কিছু সময় পরই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ লাঠিচার্জ করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনায় অন্তত ২০ জন শিক্ষক আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষকদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছিলেন, কিন্তু পুলিশ বিনা উসকানিতে হামলা চালায়।
একজন শিক্ষক বলেন,
> “আমরা কারও ক্ষতি করিনি, শুধু ন্যায্য অধিকার চেয়েছিলাম। কিন্তু আমাদের ওপর অন্যায়ভাবে লাঠিচার্জ করা হয়েছে।”
অন্যদিকে, পুলিশের দাবি—শিক্ষকরা অনুমতি ছাড়াই সড়ক অবরোধ করার চেষ্টা করেন, ফলে যান চলাচলে বিঘ্ন ঘটায় তাদের সরাতে বাধ্য হয় পুলিশ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন করে আসছেন। সরকারের প্রতি তাদের দাবি, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সকল নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দ্রুত এমপিওভুক্ত করা হোক।