
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করেছে ডাক্টাররা। দুই মাস ধরে ফ্রিজে রাখা তার মাথার খুলির অংশ শনিবার (১ নভেম্বর) চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।
গত আগস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের এই শিক্ষার্থী। তার মাথার খুলির অংশ প্রতিস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেন। গণমাধ্যমে তিনি বলেন, অপারেশনের পর কিছু জটিলতা দেখা দেওয়ায় তার মাথার খুলি সাময়িকভাবে খুলে রাখা হয়েছিল। পর্যবেক্ষণে রাখার পর আমরা সফলভাবে খুলির অংশ প্রতিস্থাপন করেছি। দু-এক দিনের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া হবে।
তিনি জানান, মামুন বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। তার অবস্থার উন্নতি হয়েছে। একই ঘটনায় আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদও সুস্থ হচ্ছেন। তিনি এখন ফিজিওথেরাপি নিচ্ছেন। দুই শিক্ষার্থীই গত দুই মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন।