
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) দেশে ফিরছেন বাাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন ভোরে তিনি দেশে ফিরবেন বলে দলটির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে।
এক বার্তায় বলা হয়েছে, ‘আগামীকাল ভোরে আমীরে জামায়াত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরবেন।’ জানা গেছে, ওমরাহ পালনের উদ্দেশে গত ১৯ অক্টোবর সৌদি আরবে যান জামায়াত আমির শফিকুর রহমান। সেখান থেকে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র সফরে যান তিনি।