
দেশের স্থিতিশীলতার স্বার্থে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, চলতি মাসের মধ্যেই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি।
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “জামায়াত এখন গণভোটকে প্রধান ইস্যু হিসেবে তুলেছে। তবে গণভোট হবে কি না, সে সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। নোট অব ডিসেন্ট থাকলে সেখানে কোনো ঐক্যমত বা গণভোটের সুযোগ থাকে না।”
তিনি আরও বলেন, এনসিপি নির্বাচন ও সংস্কারকে দুটি পৃথক কার্যক্রম হিসেবে বিবেচনা করছে। “সংস্কারের পক্ষে না থাকলে কোনো দলের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয়,”— যোগ করেন নাহিদ ইসলাম।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “অনেক রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে জাতির সঙ্গে প্রতারণা করেছে। তবে সংস্কার ও দাবির বিষয়ে কোনো দলের সঙ্গে মিল থাকলে, কিংবা ঐক্য বা সমঝোতার পরিবেশ তৈরি হলে এনসিপি তা স্বাগত জানাবে।”