রাজশাহী কলেজ ছাত্রবাসে ছাত্রদল কর্মীর গাঁজা সেবনের অভিযোগ

‎রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) রাতে ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ভবনের (ই ব্লক) ১০১নং কক্ষে এ ঘটনা ঘটে। এসময় তাঁর সাথে আরও দুইজন বহিরাগতও ছিল। তবে তাদের পরিচয় জানা যায়নি।

অভিযুক্ত ছাত্রদল কর্মীর নাম মোহাম্মদ রাব্বি শেখ। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এছাড়াও রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী তিনি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার রাত ৮টার দিকে ই ব্লকের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ রাব্বি শেখ দুইজন বহিরাগতসহ নিজ রুমে গাঁজা সেবন করেন। একই ভবনের কয়েকজন শিক্ষার্থী রুমের সামনে দিয়ে যাওয়ার সময় অস্বাভাবিক গন্ধ পেয়ে অন্যদের ডেকে আনেন। পরে গাঁজা সেবনের বিষয়ে জানতে চাইলে রাব্বি শেখ সত্যতা স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *