জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর মূল্য নেই: জামায়াত আমীর

জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “গণভোট জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত না হলে সেটির কোনো অর্থ থাকবে না। আমরা ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করব।”

তিনি আরও বলেন, “প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, ‘সেইভ বাংলাদেশ’র চেয়ারম্যান ও জামায়াতের প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতে ইসলামী’র সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন এবং ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *