জুলাই সনদে আ ইনি ভিত্তি প্রদান ও সংস্কার প রিপন্থী মনোভাব পরিহারের আহ্বান

সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার মাধ্যমে ‘জুলাই সনদ’ প্রণয়ন করেছে, যা ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ তৈরির প্রাথমিক অগ্রযাত্রা। এটি শুধু রাজনৈতিক দলসমূহের মতামতের সমষ্টি নয়, একটি জাতির ন্যূনতম ঐক্যমতের দলিলও বটে। তাই সনদটির আইনি ভিত্তি নিশ্চিত করতে সংস্কারবিরোধী মনোভাব পরিহার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৩১ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা গণহত্যাকারী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে এক ধরনের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার সূচনা ঘটে, যা ক্রমেই ফ্যাসিবাদী রূপ ধারণ করে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সুবিধা অনুযায়ী সংবিধান সংস্কার, রাষ্ট্রের সকল কাঠামোয় দলীয়করণ এবং চরম দমন-পীড়নের মাধ্যমে চূড়ান্ত ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রয়াস পায়। এ ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধেই বাংলাদেশের ছাত্রজনতা রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এনে দেয়। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই সূচিত হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *