সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি—ছাত্রদলকে পিনাকী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে মাসব্যাপী ওয়েলফেয়ার রাজনীতির কর্মসূচি ঘোষণা করেছে জবি শাখা ছাত্রদল। কর্মসূচির একটি অফিসিয়াল প্যাড ফেসবুকে নিজ আইডিতে শেয়ার করে পিনাকি ভট্টাচার্য বলেছেন, ‘সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি?’

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে পিনাকি ভট্টাচার্য বলেন, সবশেষ চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অফিসিয়ালি বিএনপি ও ছাত্রদলের পজিশন ছিল ওয়েলফেয়ার রাজনীতির বিরুদ্ধে। তারা নানা ভাবে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছে ‘ওয়েল ফেয়ার’ রাজনীতি কেন খারাপ। সব নির্বাচনে গো হারা হেরে এখন নিজেদের ন্যারেটিভ ও অবস্থান থেকে সরে এসে ১৮০ ডিগ্রী পল্টি নিল দলটি।

তিনি বলেন, ছাত্রশিবিরের দেখানো পথে জাতীয়তাবাদী ছাত্রদল এগিয়ে আসায় আমি ছাত্রদলকে অভিনন্দন জানাচ্ছি। তবে যেসব বিএনপিপন্থি বুদ্ধিজীবী এতদিন এই রাজনীতির বিরোধিতা করেছিলেন তারা কি এখন বিএনপি বিরোধিতায় নামবে?

এর আগে আজ শুক্রবার জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তালিকা প্রকাশ করা হয়। আগামী ২ নভেম্বর (রবিবার থেকে শুরু হবে আয়োজনের প্রথম কর্মসূচি ‘ফিটনেস স্ক্রিনিং ও ফিজিওথেরাপি ক্যাম্প’ দিয়ে। এর পরদিন, ৪ নভেম্বর ( মঙ্গলবার) অনুষ্ঠিত হবে সেমিনার ‘ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিকল্প আয়ের উৎস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *