
রিয়াদ, ২৭ মে:
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৫ জুন পবিত্র হজ এবং ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের সুপ্রিম কাউন্সিল।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্যের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ২৮ মে (বুধবার) থেকে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস শুরু হচ্ছে। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা, যা এবার পড়েছে ৬ জুন (শুক্রবার)। তার আগের দিন ৫ জুন পালিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা—‘আরাফাহ দিবস’।
আরাফাহ দিবসকে হজের অন্যতম প্রধান দিন হিসেবে ধরা হয়, যেদিন লাখো মুসল্লি আরাফার ময়দানে সমবেত হয়ে হজের মূল কার্যক্রমে অংশ নেন।
এদিকে বাংলাদেশে কবে ঈদুল আজহা উদযাপিত হবে, তা চাঁদ দেখার ওপর নির্ভর করছে। বুধবার (২৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় চাঁদ দেখা সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে ঈদের তারিখ নির্ধারণ করা হবে। বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ৭ অথবা ৮ জুন।
হিজরি ক্যালেন্ডারে জিলহজ মাসকে পবিত্রতম মাসগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। এ মাসেই ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ পালন করা হয় এবং মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়।