নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বললো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন উঠেছে। তবে খবরটি অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্বও পালন করছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির খবর সম্পূর্ণ অসত্য।”

এছাড়া, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, “নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই নয়। এমন ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।”

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যমে দলের সূত্রের বরাত দিয়ে পাটওয়ারীর পদত্যাগের খবর প্রকাশিত হয়, যা সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *