
এবার কক্সবাজারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে শহরের কলাতলী মোড়ে অবস্থিত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানিয়েছেন, ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কম্পিউটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ সময় কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে যায়। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। রাত ৯টা নাগাদ আগুন পুরো নিয়ন্ত্রণে আসে।