জুলাই সনদ স্বাক্ষরের পর জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা নেই: শামসুজ্জামান দুদু

জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পর দেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো জটিলতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিএনপি আশা করছে আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে দুদু বলেন, “সবার গণতান্ত্রিক অধিকার আছে। ভিন্নমত প্রকাশের সুযোগ সবার জন্য উন্মুক্ত।”

তিনি আরও বলেন, “যেসব দল ভিন্নমত পোষণ করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি, আমাদের বিশ্বাস তারা ভবিষ্যতে স্বাক্ষর করবে। কারণ, প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ইতোমধ্যে জানিয়েছেন, যেসব দল এখনো স্বাক্ষর করেনি তাদের জন্য ভবিষ্যতেও সুযোগ থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *