জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি, অবস্থানে অনড় দলটি

চব্বিশের গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদ–২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার পূর্বঘোষিত অবস্থানেই অটল রয়েছে। শেষ মুহূর্তেও নিশ্চিত হওয়া গেছে, ঢাকার সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিতব্য এ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা অংশ নিচ্ছে না।

গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এনসিপি জানায়, সনদ বাস্তবায়ন পদ্ধতির খসড়া প্রকাশ, নির্বাচনের আগে গণভোট আয়োজন, সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা এবং পরবর্তী সংসদকে কনস্টিটুয়েন্ট ক্ষমতা না দেওয়া পর্যন্ত তারা অনুষ্ঠানে যোগ দেবে না।

এর পরদিন সরকার দলটিকে রাজি করাতে বিভিন্ন চেষ্টা চালায়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সরকারের অন্তত একজন উপদেষ্টা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া, একটি জাতীয় দৈনিকের সম্পাদককেও এনসিপিকে বোঝানোর কাজে যুক্ত করা হয়।

অন্যদিকে, ঐকমত্য কমিশন জানিয়েছে, সনদ বাস্তবায়ন পদ্ধতির খসড়া সইয়ের আগে প্রকাশ করা হবে না, কারণ এতে সনদে স্বাক্ষর করতে আগ্রহী অন্যান্য দলগুলোর অবস্থান পরিবর্তন হতে পারে। তবে সূত্র জানিয়েছে, কমিশন গোপনে এনসিপিকে সম্ভাব্য বাস্তবায়ন কাঠামো সম্পর্কে অবহিত করেছে।

এদিকে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে জুলাই সনদের সংশোধন, সনদকে সংবিধানে স্থায়ী অন্তর্ভুক্তি এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দাবিতে আন্দোলন চলছে। এতে একপর্যায়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও, প্রতিবেদন লেখার সময় পরিবেশ শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *