আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, “ঘোষণাপত্রের যে মূল টেক্সট, তা আমাদের দেখানো হয়নি। আগে যে অংশ দেখানো হয়েছিল, পরে তা পরিবর্তন করে এক ধরনের সমঝোতামূলক ও দুর্বল ডকুমেন্টে রূপ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা এমন কোনো ঘটনায় অংশ নিতে চাই না যার আইনি ভিত্তি নেই বা যার অর্থহীনতা স্পষ্ট। আইনি নিশ্চয়তা ও বাস্তবায়ন আদেশের খসড়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না।”

এনসিপির আহ্বায়ক জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রস্তাবিত আদেশের খসড়ায় আগে থেকেই সব পক্ষের ঐকমত্য থাকা জরুরি। তিনি বলেন, “এই আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই জারি করতে হবে। কারণ তিনি গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন। রাষ্ট্রপতি নয়, তাকেই এ দায়িত্ব নিতে হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “ঐকমত্য না হওয়া ৮৪টি বিষয় গণভোটের আওতায় আনতে হবে। গণভোটে ‘নোট অব ডিসেন্ট’-এর আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। প্রশ্নগুলো আগে থেকেই চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করতে হবে।”

তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের আহ্বান জানান এবং অভিযোগ করেন, “এনসিপির প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাচ্ছে। জোর করে একটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *