
আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির বিষয়ে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার বলেছেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে; তাই শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সি. আর. আবরার বলেন, “সরকার এমন কোনো আশ্বাস দিতে চায় না যা পরবর্তীতে বাস্তবায়ন সম্ভব হবে না। শিক্ষকরা রাজি হলে আগামী ১ নভেম্বর থেকেই বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধি করা যেতে পারে।”
অন্যদিকে, বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, “আলোচনা ফলপ্রসূ হয়নি; এটি ছিল কেবল আইওয়াশ।” তিনি জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, আন্দোলনরত শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা,
২. ১,৫০০ টাকার চিকিৎসা ভাতা,
৩. স্টাফদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।