রাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বড় ধরনের কোনো অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা চলছে। ফলাফল প্রকাশে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব।

ভোটগ্রহণের সময় প্রতিটি কেন্দ্রে ছিল ভোটারদের উপচে পড়া উপস্থিতি। নির্ধারিত সময় শেষ হলেও কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। উৎসবমুখর পরিবেশে বিকেলে শেষ হয় ভোটগ্রহণ কার্যক্রম।

এদিকে, বিকেলে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অমোচনীয় কালি ব্যবহারের অভিযোগ তুলেছেন ছাত্রদল ও শিবিরের প্রার্থীরা।

উল্লেখ্য, এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন এবং প্রার্থী ৯০২ জন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন ও জিএস পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *