স্ত্রীকে হত্যার পর লাশ ফ্রিজে লুকিয়ে পালানো স্বামী গ্রেফতার

রাজধানীর কলাবাগানে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে পালিয়ে যাওয়া স্বামী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর বংশালের নবাবপুর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর রাতে স্ত্রী তাসলিমা আক্তার ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন নজরুল ইসলাম (৫৯)। এরপর মরদেহটি বাসার ফ্রিজে লুকিয়ে রেখে তিনি পালিয়ে যান।
পরদিন সকালে তিনি বড় মেয়েকে জানান, তাদের মা অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নজরুল ইসলাম ও তাসলিমা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। স্ত্রী পরকীয়ায় জড়িত এবং তার সম্পত্তি আত্মসাতের আশঙ্কা করছেন—এমন সন্দেহ থেকেই তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে ধারণা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *