‘জুলাই সনদে সব রাজনৈতিক দলই স্বাক্ষর করবে’ – ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন জুলাই সনদেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। ভোট সুন্দর ও সুষ্ঠু না হলে জুলাই সনদের কোনো মূল্য থাকবে না। তাই এই দুটি বিষয় যথাযথভাবে সম্পন্ন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদে সব রাজনৈতিক দলই স্বাক্ষর করবে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “রাজনৈতিক দলগুলো অসম্ভবকে সম্ভব করেছে। জুলাই সনদ পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে স্থান করে নেবে। অনেকেই ভাবেনি এটি সম্ভব হবে, কিন্তু তা হয়েছে।” এ সময় তিনি সংশ্লিষ্ট দলগুলোকে অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, জুলাই সনদ ছাড়া অভ্যুত্থানের পরবর্তী অধ্যায় রচনা করা সম্ভব হতো না। আমরা মুখে সংস্কারের কথা বলছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলো বাস্তব সংস্কারের দৃষ্টান্ত স্থাপন করেছে।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *