চলতি বছরের শেষ নাগাদ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে দেশে বিনিয়োগবান্ধব পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার মতে, অন্তবর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পাঁচ দিনের এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

মেলার আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় অংশ নিয়েছে ৪৮টি কোম্পানি। ২৭৮টি স্টলে প্রদর্শিত হচ্ছে আধুনিক নকশা ও বৈচিত্র্যময় পণ্য। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “ফার্নিচার শিল্পের জন্য নতুন বাজার খোঁজার কাজ করছে মন্ত্রণালয়। উদ্যোক্তারা যেন নান্দনিকতা ও উদ্ভাবনে জোর দেন— সেটিই এখন সময়ের দাবি।”

তার ভাষায়, “দামের জন্য নয়, বরং উদ্ভাবনের ঘাটতির কারণেই ক্রেতারা মুখ ফিরিয়ে নেন।”

আয়োজকরা জানান, দেশের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় ফার্নিচার শিল্প ইতোমধ্যে বিদেশেও রফতানি হচ্ছে। আয় বাড়াতে রফতানি বহুমুখীকরণের বিকল্প নেই বলে মন্তব্য করেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *