
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউ’র কাছে তিনটি নতুন খাতে সহায়তা চেয়েছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রস্তাবিত খাতগুলো হলো—
১️⃣ গভীর সমুদ্র মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি,
২️⃣ ফল রফতানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন, এবং
৩️⃣ ফসল পরবর্তী ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, বিশেষ করে স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ সুবিধা প্রতিষ্ঠা।
ইতালির রোমে এফএও সদর দফতরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম ও সংস্থার ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের ফাঁকে অধ্যাপক ইউনূস ও ড. দোংইউ’র মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ড. ইউনূস এফএও’র দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে নতুন সহায়তার আহ্বান জানান। জবাবে এফএও মহাপরিচালক ড. কু দোংইউ বাংলাদেশকে গভীর সমুদ্র মৎস্য আহরণ ও কৃষিপণ্য রফতানি বৃদ্ধিতে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
তিনি অধ্যাপক ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে তার অবদান প্রশংসনীয়। বাংলাদেশকে ‘উচ্চ কর্মদক্ষ দেশ’ হিসেবে উল্লেখ করে ড. কু দোংইউ বলেন, “কারিগরি সহায়তা ও উদ্ভাবনী সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে আমরা ভবিষ্যতেও সহায়তা করে যাব।”