
নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীকটি দেওয়ার সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক না নিলে ইসি নিজস্ব বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ করবে। আগামী ১৯ অক্টোবরের মধ্যে দলটি সিদ্ধান্ত না নিলে ইসি নিজেই প্রতীক নির্ধারণ করবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থানে রয়েছে এনসিপি। এ বিষয়ে তারা ইসির সঙ্গে একাধিকবার বৈঠক করেছে ও চিঠি দিয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, প্রয়োজনে তারা রাজপথে আন্দোলনেও নামবেন এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবেন।
অন্যদিকে, ইসি জানিয়েছে, শাপলা প্রতীক তাদের তালিকায় না থাকায় এটি বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে কমিশন এনসিপিকে চূড়ান্তভাবে বার্তা দিয়েছে।
এছাড়া, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হবে কি না—সে বিষয়টি এখনও ইসিতে উপস্থাপনই হয়নি বলে জানান আখতার আহমেদ। ঐকমত্য কমিশনের সুপারিশ এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ২০ অক্টোবর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে ইসি।