
ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমন মন্তব্য করেছেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) উপপ্রধান হুসেইন আল শেখ।
রোববার (১২ অক্টোবর) জর্ডানের রাজধানী আম্মানে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে সেই বৈঠকের আপডেট জানান আল শেখ।
তিনি বলেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, পুনর্গঠন কার্যক্রম শুরু এবং মানবিক সহায়তা প্রবেশে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত। পাশাপাশি যুদ্ধবিরতি বাস্তবায়ন, ত্রাণ প্রবাহ নিশ্চিত, জিম্মি ও বন্দিদের মুক্তি এবং গাজা পুনর্গঠনে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন পিএলওর এই জ্যেষ্ঠ কর্মকর্তা।
এর আগে গুঞ্জন উঠেছিল, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে সেখানে অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নিতে পারেন টনি ব্লেয়ার। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। তবে, এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
উল্লেখ্য, ২০০৭ সালে ক্ষমতা ছাড়ার পর টনি ব্লেয়ার কয়েক বছর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘের প্রতিনিধিত্বে মধ্যপ্রাচ্যের দূত হিসেবে দায়িত্ব পালন করেন। যদিও ২০০৩ সালে ইরাক যুদ্ধে যুক্তরাজ্যকে সম্পৃক্ত করার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় যুক্ত রয়েছেন বলেও জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।