জুলাই নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটা মহল প্রশ্ন তোলে: আসিফ মাহমুদ

জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো উদ্যোগ নিলেই বাজেট নিয়ে একটি মহল প্রশ্ন তোলে— এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “ফ্যাসিবাদের আমলে আমরা এমন অনেক ভাস্কর্য ও ছোট অবকাঠামো নির্মাণ হতে দেখেছি, যেগুলোর বাজেট ৩০০ থেকে ৪০০ কোটি টাকা পর্যন্ত ছিল। তখন কেউ প্রশ্ন তোলেনি। এখন প্রশ্ন তোলা হচ্ছে কারণ এটি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে কাজ।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মহল এই ধরনের বিতর্ক সৃষ্টি করছে। তারা চান, জুলাইকে ঘিরে শহরে যেন কোনো উদ্যোগ না নেয়া হয়। কিন্তু আমরা জুলাইয়ের প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।”

উপদেষ্টা জানান, ৪৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। শহীদদের স্মরণে এই প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্মৃতিস্তম্ভের নকশা সম্পর্কে তিনি জানান:
৯০ ফুট উচ্চতার ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ থাকবে দুই ধাপের টাওয়ার— নিচে ২০ ফুট উচ্চতার কংক্রিটের কাঠামো এবং তার ওপর শহীদদের নাম খচিত ৭০ ফুট উচ্চতার ব্রোঞ্জের টাওয়ার। পুরো এলাকা জুড়ে থাকবে ২০টি এপিটাফ, আর কার্ভ ওয়ালের বাইরের অংশে ১৯৪৭, ১৯৫২, ১৯৭১ ও ১৯৯০ সালের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *