
কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার ঘটনার এক বছরও না পেরোতেই ফের পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে, যেখানে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। ওই তরুণী ওড়িশার জলেশ্বর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে ক্যাম্পাসের বাইরে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন ওই শিক্ষার্থী। রাতের খাবার শেষে ফেরার পথে কয়েকজন তরুণ তাদের পথরোধ করে। তারা তরুণীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাকে জোরপূর্বক পাশের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
খবর পেয়ে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলে জানা গেছে।
ভুক্তভোগীর বাবা জানিয়েছেন, “রাত ১০টার দিকে মেয়ের এক বন্ধু ফোন করে জানায়, ক্যাম্পাসের গেটের সামনে খাবার খেতে গিয়েছিল তারা। ফেরার পথে ২-৩ জন তরুণ সেখানে আসে। মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়া ছেলেটি পালিয়ে যায়, আর তাদের মধ্যে একজন আমার মেয়েকে ধর্ষণ করে।”
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে রাজ্য প্রশাসন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুরের এই ঘটনাটি অত্যন্ত গুরুতর। বাংলার পুলিশ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।”