ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৯৫৩ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জনে। একই সময়ে নতুন করে ৯৫৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১২২ জন। অন্যান্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ১৪১, চট্টগ্রামে ১০৭, খুলনায় ৯৩, রাজশাহীতে ৬৯, ময়মনসিংহে ৪৬, রংপুরে ২৩ ও সিলেটে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত দেশে মোট ৫৪ হাজার ৫৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *