
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে নিরাপত্তার জন্য ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং কারা বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এতে দলটির চেয়ারম্যান জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।