
গুড়ার শাজাহানপুর উপজেলায় বিষাক্ত মদপানে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এতে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ালো।
পুলিশ জানায়, দুর্গাপূজার দশমীতে খোট্টাপাড়া এলাকার মিজানুর রহমান, নাসিমুল ইসলাম, আবদুল মানিক, আল কাফি ও রঞ্জু মিয়া বন্ধুদের সঙ্গে মদপান করে অসুস্থ হন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৭ অক্টোবর মিজানুর রহমান এবং ৮ অক্টোবর নাসিমুল ইসলামের মৃত্যু হয়। আজ শুক্রবার মানিক ও কাফিরও মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রঞ্জু মিয়ার অবস্থাও আশঙ্কাজনক।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।