
সাপ্তাহিক ছুটির দিনেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। তবে শুক্রবার (১০ অক্টোবর) ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় প্রচারণা ছিল কিছুটা ধীরগতির।
সকালে থেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে দেখা গেছে প্রার্থীদের। জনসংযোগের পাশাপাশি তারা দিচ্ছেন নানা সমস্যা সমাধান ও উন্নয়নের আশ্বাস।
আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে আনুষ্ঠানিক প্রচারণা, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের মোট ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। প্রায় ২৯ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন ঐতিহাসিক এই নির্বাচনে, যা অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর।