
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধনের প্রক্রিয়ায় প্রতীক বেছে নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ অক্টোবরের মধ্যে দলটিকে লিখিতভাবে একটি প্রতীক পছন্দ করে জানাতে বলা হয়েছে।
৩০ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, এনসিপির আবেদন প্রাথমিকভাবে গৃহীত হয়েছে। তবে আবেদনপত্রে চাওয়া ‘শাপলা’ প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালায় নেই। অন্যদিকে, কলম ও মোবাইল প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত।
চিঠিতে জানানো হয়, বরাদ্দযোগ্য ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে হবে। প্রতীকগুলোর মধ্যে রয়েছে—আলমিরা, খাট, টেলিফোন, ফ্রিজ, মোরগ, মোবাইল ফোন, ফুটবল, কম্পিউটার, টিউবওয়েল, হেলিকপ্টার, মোরগ, কলম, চার্জার লাইটসহ আরও অনেক প্রতীক।