
গত ১১ সেপ্টেম্বর ৪৮তম (বিশেষ) বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছিল সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।
বিএমডিসির মূল সনদ না থাকায় সাময়িকভাবে মনোনয়নকৃত প্রার্থীদের মধ্যে ১৯ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এরমধ্যে সহকারী সার্জন ১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন দুজন। আর এমবিবিএস সনদ না থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পিএসসি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।